September 20, 2024
অপরাধ

বিরামপুরে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন ভূয়া ভোটারের তালিকা উপজেলা নির্বাহি অফিসার বরাবরে অভিযোগ দাখিল!!

উপজেলা নির্বাহি অফিসার বরাবরে দাখিল করা অভিযোগে তিনি জানান, স্কুলের প্রধান শিক্ষক অসৎ উদ্দেশ্যে স্কুল পরিচালনা কমিটি সদস্যদের না জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক গোপনে উক্ত প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি করার অসৎ উদ্দেশ্যে ভুয়া ভোটার তালিকা তৈরি করে একটি ভুয়া ভোটার তালিকা প্রস্তুত করেন স্কুলের যে তালিকা তৈরি করা হয়েছে সেই কমিটিতে প্রকৃত স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক এর নাম নেই।
তিনি আরো জানান উক্ত স্কুলের ছাত্র-ছাত্রী ২০/ ২৫ জন। প্রধান শিক্ষক অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ১৩০ /১৩৫ জন শিক্ষার্থীর নিয়মিত দেখিয়ে একটি ভুয়া ভোটার তালিকা তৈরি করেন। তিনি স্কুলের আজীবন সদস্য পদে অধিষ্ঠিত আছেন। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তাকে না জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির নির্বাচন লক্ষ্যে গোপনে ভুয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ভুয়া ভোটার তালিকা বন্ধ করে স্কুলের নিয়মিত ছাত্র-ছাত্রীর সংখ্যায় অভিভাবকদের ভোটার তালিকা করার দাবি জানান। প্রধান শিক্ষক বিতর্কিত যে ভোটার তালিকা তৈরি করেছেন তা স্থগিত করে পুনঃ ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের দাবি বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার বরাবরে একটি অভিযোগপত্র দাখিল করে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments