অপরাধ

ঝিনাইদহে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের টেবিল চেয়ার ও সরকারি গাছ বিক্রিসহ সম্পদ আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিন রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের টেবিল চেয়ার ও সরকারি গাছ বিক্রিসহ সম্পদ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের সভাপতি নাইমুর রহমান রাজিব জানান, বিভিন্ন সময়ে ঝড়ে ভাঙ্গা গাছ ও ডালগুলো প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের কোন সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক রুনা লায়লা প্রতিষ্ঠানের ৪০ মনের অধিক গাছের ডালপালাসহ প্রতিষ্ঠানের রড বিক্রি করেছে। এমনকী পাশ্ববর্তী একটি বাড়িতে স্কুলের টেবিল বেঞ্চ লুকিয়ে রেখেছে। এ বিষয় স্কুলের সভাপতি সহ স্কুলের অভিভাবক সদস্যরা কেউ জানে না। প্রধান শিক্ষক তার ইচ্ছামত স্কুলের সম্পদ এভাবে তছরুপ করে চলেছে। এছাও আরো ৩০ থেকে ৪০ টি বেঞ্চ গোপনে বিক্রয়ের জন্য পাশের একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান রুনা লায়লা অল্প কিছু গাছের ডাল ও ভাঙ্গা চেয়ার টেবিল বিক্রির কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, একটি বাড়িতে কিছু বেঞ্চ রাখা আছে তবে সে গুলো বিক্রয়ের জন্য নয়। প্রতিষ্ঠানের সভাপতির অনুমতি ছাড়া বিক্রি ও পাশের বাড়ীতে বেঞ্চ রাখা যাই কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক রুনা লায়লা বলেন, এটা আমার ভ’ল হয়েছে। তবে আমি আমার ঝিনাইদহ সদর উপজেলা এটিও হাসান মাসুদ স্যারকে মৌখিক ভাবে জানিয়েছি। ঝিনাইদহ সদর উপজেলা এটিও হাসান মাসুদ বলেন, বিষয়টি আমরা অবগত আছি তবে প্রতিষ্ঠানের সভাপতির সাথে আলোচনা ছাড়া বিক্রি বা চেয়ার টেবিলগুলো বাইরে রাখা ঠিক হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধমে শাস্তির দাবী এলাবাসীর।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments