সারাদেশ
হরিণাকুন্ডুতে ডাল ভেঙে আম গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু

ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আম গাছ থেকে পড়ে হবিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কালাপাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত সামছুদ্দিন মালিতার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজের গাছে আম পাড়তে ওঠেন হবিবর রহমান। সে সময় গাছের একটি ডাল ভেঙে তিনি বিদ্যালয়ের সীমানা প্রাচীরের লোহার গ্রিলের ওপর পড়েন। এতে তার মাথায় গ্রিলের রড ঢুকে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেণ। তার অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। হরিণাকু-ু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।
Comments