সারাদেশ

ঝিনাইদহে মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনায় বিভিন্ন দপ্তরে গ্রামবাসির অভিযোগে পত্র দাখীল

ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলা সাগন্না ইউনিয়নের সাগান্না আমের চারা বাজার বাইতুল মামুর জামে মসজিদ এর ইমাম রবিউলের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনায় ঝিনাইদহ শহরের বিভিন্ন দপ্তরে গ্রামবাসি অভিযোগে পত্র দাখীল করেছেন। রবিউল ইসলাম সাগন্না ইউনিয়নের সাগান্না গ্রামের খেজমত আলীর ছেলে। এঘটনায় সাগন্না ইউনিয়নের সাগান্না আমের চারা বাজার বাইতুল মামুর জামে মসজিদ এর ইমাম রবিউলের বিরুদ্ধে এলাকাজুড়ে চরম অসন্তোষ বিরাজ করছে। ইমাম রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনায় এলাকার একাংশ আমজনতা সাগান্না আমের চারা বাজার বাইতুল মামুর জামে মসজিদে নামাজ পড়তে অনিহা প্রকাশ করেছেন মর্মেও অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে গ্রামবাসি সাগান্না আমেরা চারা বাইতুল মামুর জামে মসজিদ এর ইমামতি কার্যক্রম থেকে অপসারণ করে নতুন করে ইমাম নিয়োগ দিতে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার, ইসলামী ফাউন্ডেশন ঝিনাইদহ ও ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর গ্রণ সাক্ষর করে অভিযোগ পত্র দাখীল করেছেন। গ্রামবাসী তাদের অভিযোগ পত্রে উল্লেখ করে বলেন, আমরা ঝিনাইদহ সদর উপজেলা সাগন্না ইউনিয়নের সাগান্না গ্রামের দক্ষিণপাড়া গ্রামের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লি। সাগান্না আমের চারা বাইতুল মামুর জামে মসজিদে মোঃ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছেন। কিন্তু ইমাম মোঃ রবিউল ইসলামের নামে এলাকা জুড়ে ব্যাপক নারী কেলেংকারীর অভিযোগ থাকায় আমরা তার অপসারণ দাবী করছি। এবং নতুন করে ইমাম নিয়োগের জন্য আবেদন করছি। মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে নারী কেলেংকারীর মধ্যে রয়েছে সাগন্না গ্রামের জৈনিক গৃহবধূর ঘরে ঢোকার পরে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় আটক করেন। ঝিনাইদহ শহরের ইসলামী হাসপাতালে চাকুরী করাবস্থায় এক হিন্দু নার্সের সাথে তার কেলেংকারী ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে ইসলামী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বহিস্কার করেন। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর মাদ্রাসায় চাকুরী করাবস্থায় একই মাদ্রাসার শিক্ষিকার সাথে কোটচাঁদপুর আবসিক হোটেলে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের আটক করেন। সে সময় উক্ত সাগান্না আমের চারা বাজার বাইতুল মামুর জামে মসজিদ এর বর্তমান সভাপতি তাকে উদ্ধার করেন। এছাড়াও এলাকার চাঁদপুর মসজিদে ইমামতি করাকালীন তার বিরুদ্ধে একাধীক নারী কেলেংকারী অভিযোগ রয়েছে। তাছাড়াও আমাদের জানা মতে সে জামায়াত শিবিরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আছে। এমতাবস্থায় এলাকাবাসী তার পিছনে নামাজ আদায় করতে চাই না। বিষয়টি এখনই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে। বর্তমান ইমাম মোঃ রবিউল ইসলামকে সাগান্না আমেরা চারা বাইতুল মামুর জামে মসজিদ এর ইমামতি কার্যক্রম থেকে অপসারণ করে প্রয়োজনীয় তদন্ত আইনি ব্যবস্থা গ্রহণ পূর্বক নতুন করে ইমাম নিয়োগ দিতে এলাকাবাসি জোরদাবী করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments