Latest News

এশিয়া কাপের শুরু বাংলাদেশের লঙ্কানদের কাছে ৫ উইকেটে হেরে

এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার হেড টু হেড পারফরম্যান্স লঙ্কানদের আগে থেকেই এগিয়ে রেখেছিল যোজন দূরত্বে। কিন্তু লাল-সবুজের প্রতিনিধিদের আশা জাগাচ্ছিল সাম্প্রতিকসময়কার পাফরম্যান্স। পাশাপাশি ছিল ২০১৩ সালে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো লঙ্কা বধের স্বাদ। কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেল বাজে ব্যাটিং ও ফিল্ডিংয়ের কারণে।

এশিয়া কাপে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এর আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এবং তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

নেপালিদের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ মিশন শুরু পাকিস্তানের

প্রতিপক্ষ নেপাল বলেই জয়টা প্রত্যাশিতই ছিল। তবে ব্যাটিংয়ে বাজে শুরুতে শঙ্কা জেগেছিল পাকিস্তানের। শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর অবশ্য অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের অনবদ্য ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালিদের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ মিশন শুরু করল ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বর দলটি।

এশিয়া কাপ নেপালকে ৩৪৩ রানের টার্গেট দিল পাকিস্তান

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪২ রান করেছে পাকিস্তান ক্রিকেট দল। ফলে নেপালের টার্গেট দাঁড়ায় ৩৪৩ রান।

অবশেষে জানা গেল সাকিবের সেই রহস্যময় স্ট্যাটাসের কারণ

সাকিব আল হাসান মানেই নতুন কিছু। মাঝে মধ্যেই অদ্ভুত অনেক ঘটনা ঘটিয়ে থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই যেমন বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে হুট করেই সামাজিক যোগাযযোগমাধ্যমে পোস্ট করে বসলেন, 'আমি আর খেলব না' লিখে। একদিন পরে জানা গেল সাকিবের সেই পোস্টের রহস্য।

পিছিয়ে যাবে এশিয়া কাপ!

চার দিন বাদে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের চলতি বছরের আসরের। কিন্তু আসন্ন এই টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে হুট করেই শঙ্কার কালো মেঘ দানা বাধতে শুরু করেছে। কারণটা করোনা। এবারের আসরটির আয়োজক যৌথভাবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টে শুরুর চার দিন আগে হুট করেই আভিষ্কা ফার্নান্দো এবং উইকেট-কিপার কুশল পেরেরা করোনা আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে।

জুডোতে জাতীয় ও আন্তর্জাতিক পদক অজর্নের পরেও পীরগঞ্জের আজাদের মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি

জুডো খেলায় সর্ব্বোচ্চ আসরে বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়নের সদস্য নায়েক আবু কালাম আজাদ। জুডো খেলায় জাতীয় পর্যায়ে ৮ স্বর্ণ পদক আন্তর্জাতিক পর্যায়ে এক রৌপ্য ও ২ তাম্য পদক অর্জনের পরও বাংলাদেশ জুডো ফেডারেশন , জাতীয় ক্রীড়া পরিষদ এবং অলিম্পিক এসোসিয়েশন তথা বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি আবুল কালাম আজাদের ভাগ্যে।