শুক্রবার রাতের ম্যাচে আল বাইত স্টেডিয়ামে ০-০ গোলে ড্র হয়েছে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচটি। এতে ফেভারিটের তকমা গায়ে লাগানো ইংলিশরা কিছুটা হলেও ধাক্কা খেলো। অন্যদিকে চার দলের সামনেই সম্ভাবনা আছে পরের ধাপে ওঠার, সম্ভাবনা আছে ছিটকে পড়ারও।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে রীতিমত বিধ্বস্ত হয়েছিল ইরান। হেরেছিল ৬-২ ব্যবধানে।তবে দুঃস্বপ্নের দিনটি ভুলে যেতে দেরী করেনি তারা। তাই অপেক্ষাকৃত শক্তিশালী ওয়েলসকে ফেলে চ্যালেঞ্জের মুখে। শেষ মুহূর্তের থ্রিলারে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি। যোগ করা সময়ে জয়সূচক গোল দুটো আসে রুজবে চেশমি ও রামিন রেজাইয়ানের পা থেকে।
ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য করল সেনেগাল। কাতারের ভুলে খুলে গেল গোলপোস্টের আগল। দুই গোলে পিছিয়ে পড়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানোর আশা জাগাল স্বাগতিকরা। তবে শেষ দিকে আরেকটি গোল করে তাদের সম্ভাবনা ভেস্তে দিল আফ্রিকার দেশটি। দারুণ জয়ে বাঁচিয়ে রাখল নকআউট পর্বে যাওয়ার আশা।
আবারো সেই রিচার্লিসন, এক রিচার্লিসনের ২ গোলের কাছেই হার মানতে হলো সার্বিয়াকে। শক্তির দিক দিয়ে ব্রাজিলের চাইতে যোজন যোজন ফারাক দুরত্বে অবস্থান সার্বিয়ার। সেই সার্বিয়া নেইমারদের আটকে রাখে ৬২ মিনিট পর্যন্ত। কিন্তু এর পর আর সাম্বা ছন্দের কাছে পেরে উঠতে পারেনি সার্বিয়া। অবশেষে ২-০ ব্যবধানের হার মেনে নিতে হয় তাদের।
আক্রমন প্রতি আক্রেমনের খেলায় রোনালদোর রেকর্ডে র দিনে ৩-২ গোলে জয় তুলে নিল পর্তুগিজরা। যেনো জমে উঠে পুরো মাঠ। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে এসে গালের দেখা পায় দুদলই। একদিকে রোনলদো গোল দেয় তো এরপরই অন্যদিকে আন্দ্রে আয়ার তা পরিশোধ করে কেরায় ফিরে।
কাতার বিশ্বকাপে গ্রুপ-জি’র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও ক্যামেরুন। ব্রিল এমবোলোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সুইসরা।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় একে অপরের মোকাবেলা করতে নামে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। আল জানুব স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই করতে থাকে দুই দল।
কাতার বিশ্বকাপে ফুটবলের পরাশক্তিরা যেখানে সহজ প্রতিপক্ষের সামনে হোঁচট খাচ্ছে সেখানে পুরো উল্টো চিত্র দেখালো স্পেন। কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু করলো স্পেন। বুধবার (২৩ নভেম্বর) কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল স্পেন ও কোস্টারিকা