Latest News

বিশ্বকাপজয়ী ভালদানো জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপও খেলবেন মেসি

বিশ্বকাপ শেষে হয়ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিতে পারতেন মেসি। কিন্তু বিশ্বকাপ জয়ের পর আর সে পথে হাটেননি। বরং আরেকটি বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন এলএমটেন।সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপ’কে দেওয়া এক সাক্ষাৎকারের বিশ্বকাপজয়ী ভালদানো বলেন, পরের বিশ্বকাপটাও খেলবেন মেসি। আর সেটা নাকি তাকে মেসি নিজেই জানিয়েছেন।

বিশ্বকাপ ট্রফি নিয়ে আজেন্টিনায় মেসিরা

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ জয় করে দেশে ফিরলেন লিওনেল মেসিরা। তিন যুগ পর আর্জেন্টিনা যেন এখন এক অন্য আর্জেন্টিনা। ১৯৮৬ সালে মেরাডোনার পর বুয়েন্স আয়ার্সে ট্রফি নিয়ে ফিরেছেন লিওনেল মেসি।

গোল্ডেন বল মেসির

২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেবার থাকতে হয়েছে পরাজিতের দলে।৮ বছর পর ২০২২ সালে এসে বিশ্বকাপটাই জিতে নিলেন তিনি। সে সঙ্গে আবারও জিতলেন গোল্ডেন বল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বল উঠলো মেসির হাতে।

গোল্ডেন বুট জিতলেন এমবাপে

শ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জিতে নিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেন এমবাপে। সাত গোল করেও মেসি জিততে পারলে না প্রেস্টিজিয়াস পুরস্কারটি। মেসি এবং এমবাপে দু’জনই বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন পাঁচটি করে গোল নিয়ে।

গোল্ডেন গ্লাভস জিতলেন জয়ের নায়ক মার্টিনেজ

অবশেষ দিনটা আসলো। মেসির শেষ সময়ে এসে অধরা বিশ্বকাপ ধরা দিলো তার হাতে। তাদের ৩৬ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস বদলে দিল আর্জেন্টিনা। সুখের হাসি হাসলেন মেসি। এমন দিনে গোল্ডেন গ্লাভসও জিতলেন মার্টিনেজ।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়

বিশ্বকাপের ফাইনাল হলো ফাইনালের মতো। যেখানে ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তার পরও শিরোপা জিতল লিওনেল মেসির আর্জেন্টিনা। লুসাইলে অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হলো লে আল্বিসেলেস্তেরা। এই জয়ের ফলে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলল লিওনেল স্কালোনির দল।

মেসি-ডি মারিয়ার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর গোল করেন অ্যানহেল ডি মারিয়া। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গেছে লে আলবিসেলেস্তেরা। এতে চলতি কাতার বিশ্বকাপের শিরোপার সুবাতাস পাচ্ছে আর্জেন্টিনা।