শত ব্যস্ততা, কর্মযজ্ঞ, যান্ত্রিকতা নিয়েই মানুষের বসবাস। এ সবের ক্লান্তিতে যখন সে নেতিয়ে পড়ে, একঘেয়েমি জীবন যখন তাকে অতিষ্ঠ করে তোলে, তখন সে চায় একটু বিশ্রাম, বিনোদন, একটু অন্যরকম জীবন। আর তাই এসব থেকে একটু দূরে থেকে চার দেয়ালের বাইরে বেড়াবার আকাংখা জাগে তার। চাকরিজীবীরা ঈদ উৎসবের ছুটি পেলে বড় জোর বাড়ি পর্যন্ত ঘুরে আসেন। কিন্তু ভ্রমণ বলতে যা বোঝায়, তার আস্বাদ গ্রহণের ক্ষমতা সবার হয় না