বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সেমির লক্ষ্যে ইতিহাস রচনা করলো মরোক্কো। তারা পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উঠে গেলো সেমিফাইনালে।প্রথমার্ধের শুরুতেই ১ গোলে এগিয়ে যায় মরক্কো। খেলার ৪২ মিনিটে ইউসুফ এন নেসাইরির হেড থেকে আসে এ গোল। এই ১ গোলের লিড নিয়েই এগিয়ে থাকে আফ্রিকার এই দেশটি
আজকের মরক্কো-স্পেন ও পর্তুগাল-সুইজারল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। আজকের খেলা শেষেই জানা যাবে শেষ দল হিসেবে কোন দুই দল যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। অবশেষে টাইব্রেকারের সমাধানে শেষ হলো আজকের খেলা।