জাতীয়

পদ্মাসেতুতে সাড়ে ৫২ কোটি টাকা টোল আদায় ২০ দিনে

পদ্মাসেতুতে ২০ দিনে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। এই সময়ে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দিয়েছে চার লাখ ৫০ হাজার ৩১২টি যানবাহন।শনিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রথম ২০ দিনে মাওয়া প্রান্ত দিয়ে সেতু পাড়ি দিয়েছে দুই লাখ ৩০ হাজার ৪১৬ যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পাড়ি দিয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৯৬ যানবাহন। এতে আদায় হয়েছে ২৫ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা।
মাওয়া টোলপ্লাজায় দায়িত্বে থাকা পদ্মাসেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বলেন, ঈদের সময় চাপ ছিল, এখন যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। ডিসেম্বরের মধ্যে টোল আদায়ে আরো আধুনিক সিস্টেম ইন্সটলেশন করা হবে। এখন ঘণ্টায় ১০০০-১২০০ গাড়ির টোল আদায় করা যাচ্ছে। তখন সক্ষমতা আরো বাড়বে ও দ্রুত টোল আদায় হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments