সারাদেশ

গোবিন্দগঞ্জে আদিবাসী বাঙালী সাঁওতাল শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর ও মাদারপুরে গতকাল শনিবার আদিবাসী বাঙালী সাঁওতাল পল্লীর শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাইবান্ধার বেসরকারি সংগঠন অবলম্বন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাঁওতাল শিশুদের বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়। চিকিৎসাসেবা দেন শিশু বিশেষজ্ঞ ডা. এস আহসান আহম্মেদ। তাকে সহযোগিতা করেন গাইবান্ধা ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স রিপা খাতুন ও শিক্ষানবীশ সেবিকা মিতালী মুর্মু।

সকালে ক্যাম্পের উদ্বোধন করেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু প্রমুখ। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক সাঁওতাল শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রত্যেক শিশুকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments