রাজনীতি

পীরগঞ্জ উপজেলা কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কৃষকদের ইউরিয়া সার সহ সকল নিত্য পণ্যের দাম কমাতে হবে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী এতে উপজেলা সম্মেলন পীরগঞ্জ শাখার সভাপতি কাজী রশিদুল ইসলাম রেলা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড: আবু সুফিয়ান হিরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বদরগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, অন্যতম কৃষক নেতা অধ্যাপক কাফি সরকার, কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, কৃষক নেতা হালিমুজ্জামান বকুল প্রমূখ ।কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী বলেন, সারা দেশে নিত্যপণ্যের দাম কমার দাবি নিয়ে আজ এই আন্দোলন, সার, সয়াবিন তেল, পেট্রোল, ডিজেল, চিনি উৎপাদন আমাদের দেশে কারখানা আছে, কৃষকরা আখ চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছেনা। বরগুনা জেলায় তরমুজ উৎপাদনে বিশাল সিন্ডিকেট, প্রতিনিয়ত বিদ্যুৎতের দাম বাড়াতে, সাধারণ জনগণের নাগালের বাইরে। কৃষকন্যায্য মূল্য না পেলে, আমরা বাংলাদেশ কৃষক সমিতি আন্দোলন করে সরকার কে গদি থেকে নামাবো বলে হুশিয়ারী বক্তব্য রাখেন। এর আগে একটি বিশাল র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। সম্মেলন শেষে কাজী রশিদুল ইসলাম রেলা সভাপতি ও এ্যাড: আবু সুফিয়ান হিরুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments