সারাদেশ

পলাশবাড়ীতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও সঙ্গ প্রকল্পের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত উপজেলা পুষ্টি সমন্বয়ন কমিটির দ্বি-মাসিক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (০৫ জুন)সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধূরী বিদ্যুৎ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তোহিদুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার ফাতেমা বেগম, সিনিয় মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাহবুব আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম।এসময় পলাশবাড়ী উপজেলা ইউপি চেয়ারম্যানগণ ও স্তানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার সঞ্চালন করেন সঙ্গ প্রজেক্ট এর টেকনিক্যাল অফিসার মুক্তা রানী রায়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments